অফিস করা বাধ্যতামূলক, বিমান বাংলাদেশের পাইলটদের

ভোক্তাকন্ঠ ডেস্ক:

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটদের অফিস করা বাধ্যতামূলক করেছে । উপস্থিতি নিশ্চিত করতে পাইলটদের গেটের সামনের ফেইস আইডি মেশিনে নিজের চেহারা দেখাতে বলা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন পরিদপ্তর থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়।

বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, নির্বাহী পদে দায়িত্ব পালনকারী পাইলটদের ফ্লাইট ডিউটি শেষে যথাসময়ে অফিসে উপস্থিত থাকতে হবে এবং ফেইস আইডি মেশিনের মাধ্যমে হাজিরা নিশ্চিত করতে হবে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দিয়েছেন তিনি।

বিমানের সব পরিচালক, মহাব্যবস্থাপক (জিএম), উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম), ব্যবস্থাপক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সব ইনচার্জদের এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।