ঈদে পশুবাহী যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদুল আজহা উপলক্ষে পশুবাহী যানবাহন চলাচলের জন্য সব প্রস্তুতি নিয়ে রাখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন ।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি।

অত্যন্ত সচেতনভাবে সড়ক-মহাসড়কে মনিটরিং জোরদার করতে হবে। সড়কের যেখানে ছোট-খাটো গর্ত হবে সেখানে সঙ্গে সঙ্গে মেরামত করতে হবে।

পাশাপাশি নতুন পাস হওয়া প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের দাপ্তরিক পরিকল্পনা ও প্রস্তুতিমূলক কাজগুলো এ সময়ে এগিয়ে নিতে হবে, বলেন তিনি।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে লাভের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টের নির্দেশনা দিয়ে বলেন,

গাড়িগুলো যেন সবদিক থেকে স্মার্ট থাকে সেদিকেও বিশেষ নজর দিতে হবে।

ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীকে নিজ নিজ কাজে অধিকতর গুরুত্ব ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ বাজারে বেচা-কিনা বেড়েছে

ভোক্তা অধিকার সংক্রান্ত সংবাদ দেখুন