তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে ২ লক্ষাধিক টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: গ্রাহকদের তেল কম দেওয়ায় দুটি ফিলিং স্টেশনকে এবং জ্বালানী তেল পরিবহন কাজে ব্যবহৃত ট্যাংক লরির হালনাগাদ ক্যালিব্রেশন সনদ না থাকায় জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার ঢাকা মহানগরীর গাবতলী ও আমিনবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন- ২০১৮ অনুসারে জ্বালানী তেল পরিমাপে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার তেল কম প্রদান করে ব্যবসা পরিচালনা করায় মেসার্স মোহনা ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জ্বালানী তেল পরিমাপে চারটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৬০ মিলিলিটার, ৬০ মিলিলিটার, ৬০ মিলিলিটার ও ৪০ মিলিলিটার তেল কম প্রদান করে ব্যবসা পরিচালনা করায় মেসার্স এস পি ফিলিং স্টেশনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, এসপি ফিলিং স্টেশনে জ্বালানী তেল পরিবহন কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২২-৫১৬৯ ট্যাংক লরির হালনাগাদ ক্যালিব্রেশন সনদ না থাকায় গাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বমোট চারটি মামলায় দুই লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে বিএসটিআই।

এছাড়াও, আমিনবাজার এলাকার মেসার্স অভি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া