বিএসটিআই’র নকল মানচিহ্ন ব্যবহারে ৫০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: নকল মানচিহ্ন ব্যবহার করে পণ্য বিক্রির অপরাধে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।

জানা যায়, বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধ ভাবে মানচিহ্ন ব্যবহারপূর্বক বিস্কুট, কেক ও পাউরুটি পণ্যসমূহ উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে মোহাম্মদীয়া বেকারীকে এই জরিমানা করা হয়। 

এছাড়া, একই এলাকায় অবস্থিত সাদেক ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।