কুমিল্লায় বাজার তদারকি অভিযান পরিচালিত

কুমিল্লা, ১৮ সেপ্টেম্বর বুধবারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় পরিচালিত গতকাল ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার এক বাজার তদারকি অভিযানে পরিচালিত হয়েছে। এসময় জেলার সদর দ‌ক্ষিণ উপজেলার টমছম ব্রিজ এলাকায় মেয়াদোত্ত‌ীর্ণ পণ্য বিক্রয়ের অ‌ভিযোগে সরকার ষ্টোরকে ৫ হাজার টাকা, ওষুধের মূল্য জালিয়াতির অ‌ভিযোগে নাহার মে‌ডিকেল হলকে ৫ হাজার টাকা জ‌রিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া, মেহেদী হোসেন নামের এক ভোক্তার অ‌ভিযোগের প্রে‌ক্ষিতে ই‌পিজেড এলাকার কিং ফিশার রেস্তোরাঁয় খুচরা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পেপ‌সি বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে অভিযোগকারী হিসেবে মেহেদী হোসেনকে ২৫ শতাংস হিসেবে ৫০০ টাকা প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের বাজার তদারকি অভিযান ১৭/০৯/২০১৯

গতকালের অভিযানে, আদর্শ সদর উপজেলার ডায়মন্ড কনফেকশনারীকে অননুমো‌দিত বিদেশী সাবান ও কসমে‌টিক্স বিক্রয়ের অ‌ভিযোগে ৮ হাজার টাকা এবং একই অপরাধে এ‌লিটস কনফেকশনারী‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা আরোপ ও আদায় করা হয়। জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক আছাদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে গতকালের বাজার তদারকি অভিযান প‌রিচালিত হয়েছে। তদারকিতে জেলা স্যা‌নিটা‌রি ইন্সপেক্টর অমলেন্দু ভান্ডারী এবং কুমিল্লা জেলা পু‌লিশের সদস্যরা সহযো‌গিতা করেন।