মহানগরীর শ্যামবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকিমূলক অভিযান

ভোক্তাকন্ঠ প্রতিনিধি: রাজধানীর শ্যামবাজার এলাকার আদা-রসুন, পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহার নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ আব্দলু জব্বার মন্ডল আজ এই অভিযানটির নেতৃত্ব দেন।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করে প্রতারণা করার অপরাধে ভোক্তা অধিকার আইন,২০০৯ অনুযায়ী বিসমিল্লাহ ট্রেডার্স এবং দেলোয়ার এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়।

এসময় নিত্যপণ্যের দাম উল্লেখ করে আব্দুল জব্বার মন্ডল বলেন, ‘পেঁয়াজ ৩৩-৩৮ টাকা, দেশি রসুন ৭৫-৮০ টাকা, বিদেশি রসুন ১২০-১৩০ টাকা, ইন্ডিয়ান আদা ১২০-১৩৫ টাকা, চায়না আদা ১৪৫-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসময় যদি কোনো ভোক্তা প্রতারণার স্বীকার হয় বা কোনো অনিয়ম পরিলক্ষিত হলে ভোক্তা হটলাইন ১৬১২১ নাম্বারে অভিযোগ দায়েরের জন্য উপস্থিত ভোক্তাগণকে পরামর্শ দেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘ভোক্তা স্বার্থ সংরক্ষণে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অঙ্গীকারাবদ্ধ।’

আজকের তদারকিমূলক অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের প্রতিনিধি সহায়তা প্রদান করেন।