সংক্রমণের পাঁচ মাসের মাথায় করোনা শনাক্ত প্রায় আড়াই লাখে

ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৩০৬ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৭৭ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার পাঁচ মাসের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে প্রায় আড়াই লাখে।

আজ বৃহস্পতিবার ৬ আগস্ট দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের পরিচালক (নিপসম) ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজ।

তিনি বলেন, আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন।

ডা. বায়েজিদ খুরশিদ জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৩টি ল্যাবে ১২ হাজার ৭০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১২ লাখ ২৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা হয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.৪৩ শতাংশ, আর এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০.৩৮ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৬১ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

বুলেটিনে জানানো হয়, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৭ জন নারী।

নিপসম পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরো ৯৫৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬৭৪ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৩৬ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৩৫ হাজার ৬৮৬ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৫৪ হাজার ৩৬০ জনকে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৩৯৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে এখন পর্যন্ত ৪ লাখ ৪৬ হাজার ৭৮ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ৯১৯ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ২৪৮ জন ছাড় পেয়েছেন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫২হাজার ৮৩০ জন।