খাদ্যে ভেজাল রোধে সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা

ঢাকা, ১২ মে রবিবারঃ আজ দুপুরে সচিবালয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভেজাল বিরোধী র‌্যালির উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রয়োজনে আইন পরিবর্তন করে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন করবার সম্ভাবনার কথা ব্যক্ত করেছেন। খাদ্যে ভেজাল প্রতিহত করতে সবাইকে সংঘবদ্ধ হয়ে সামাজিক সচেতেনতা বৃদ্ধির কথাও বলেন তিনি।

রোজা উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুসজ্জিত মোবাইল ভ্যানের মাধ্যমে ঢাকা মহানগরীতে প্রচার চলবে। মন্ত্রী এসময় আরও উল্লেখ করেন,’সরকার খাদ্যে ভেজাল রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এজন্য শুধু রমজান মাসে নয়, সারা বছর অভিযান অব্যাহত থাকবে। যারা খাবারে ভেজাল দেয় তারা সমাজের শক্র, মানবতার শক্র।’