ভির থাকলেও গণটিকায় খুশি সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী গণটিকা কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। কেন্দ্রগুলোতে ভির থাকলেও নিবন্ধনের ঝামেলা না থাকায় খুশি সাধারণ মানুষ।

মঙ্গগলবার সকাল ৯ টা থেকে গণটিকার আওতায় ৭৫ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এদিকে বিভিন্ন গণটিকা কেন্দ্রে দেখা গেছে ভির। তার পরেও খুশি মনে নারী ও পুরুষরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন।

মুগদা স্বস্থ্যকেন্দ্রে টিকা দিয়েছেন হাজেরা বেগম, তিনি বলেন, জাতীয় পরিচয় পত্র নিয়ে টিকা দিলাম। সময় ওকম লেগেছে।

বাসাবোর গৃহবধূ রত্না বেগম বলেন, টিকাদান কেন্দ্রে শুধু জাতীয় পরিচয়পত্র নিয়ে গিয়েই টিকা দিতে পেরেছি। অন্য সময় টিকা দিতে হলে আগে থেকেই অনলাইনে নিবন্ধন করতে হতো। এসএমএস আসার পর টিকা দিতে হতো। কিন্তু গণটিকায় এমন ঝামেলা না থাকায় আমরা খুশি।

৫০উর্ধ্ব আব্দুল খালেক বলেন, কেন্দ্র আসার আধ ঘন্টার মধ্যেই আমার সিরিয়াল এসেছে। ঝামেলাও কম।

তবে একই চিত্র প্রায় সব টিকা দান কেন্দ্রে।

 

Related posts:

বাস টিকেটে নৈরাজ্য, চট্টগ্রামে ৭০ হাজার টাকা জরিমানা আদায়
হজযাত্রীদের শতভাগ ভিসা দেওয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
বিশ্বের প্রথম ডিজিটাল ডাকটিকিট প্রদর্শনী বাংলাদেশের
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করায় দুটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো ডিপিডিসি
দেশে টিকার আওতায় প্রায় দেড় কোটির মতো মানুষ
ঘরমুখো মানুষের যাতায়াত ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন
অর্থপাচার মামলায় এসপিসি ওয়ার্ল্ডের এমডি সস্ত্রীক কারাগারে
বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে কঠিন হবে জনসাধারনের জীবন: অধ্যাপক শামসুল আলম
ভারত, পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ
স্বাস্থ্য খাতে এ বছর বাজেট বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী