তেলের দাম না কমলে চলবে না ট্রাক 

ভোক্তাকন্ঠ ডেস্ক:

জ্বালানি তেলের দাম না কমলে ট্রাক চলবে না বলে জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার (৭ নভেম্বর) বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, ‌জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত তারা এ ধর্মঘট অব্যাহত রাখবেন। বিআরটিএ সদর দফতরে ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা অংশ নেননি। এছাড়া সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মকবুল আহমেদ বলেন, আমরা ধর্মঘট প্রত্যাহার করব না। তেলের দাম কমলেই ধর্মঘট প্রত্যাহার করব।

এর আগে গত ৩ নভেম্বর রাতে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয় ১৫ টাকা করে। ফলে ৬৫ টাকা থেকে ডিজেলের লিটারপ্রতি দাম হয় ৮০ টাকা। বাড়তি দামে ডিজেল কিনতে হলে বর্তমান ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়- এমন যুক্তি দেখিয়ে বৃহস্পতিবার থেকে প্রথমে পণবাহী পরিবহন ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেয়। পরে বাস মালিকরাও গাড়ি চালানো বন্ধ করে দেন।

সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বিআরটিএর কাছে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয় বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে। বিআরটিএ বৃহস্পতি, শুক্র, শনি- তিনদিন কোনো পদক্ষেপ না নিয়ে মালিক সমিতির সঙ্গে বৈঠক ডাকে রোববার (৭ নভেম্বর)। বাস মালিকরা ভাড়া না বাড়ানো পর্যন্ত রাস্তায় গাড়ি না নামানোর সিদ্ধান্তে অটল থাকেন।

অবশেষে রোববারসহ প্রায় চার দিনের ভোগান্তি শেষে মালিকপক্ষের দাবি মেনে বাসের ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় বিআরটিএ। বৈঠক থেকে বেরিয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

তবে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকরা বৈঠকে ডাক পাননি। ফলে তারা ধর্মঘটও প্রত্যাহার করেননি।

Related posts:

বাজেট ঘাটতি পূরণে বৈদেশিক উৎস অর্থায়নের উদ্যোগ নেওয়ার অনুরোধ এফবিসিসিআইয়ের
বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ চলছে
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্রমে মৌলিক পরিবর্তন প্রয়োজন
নীলফামারী  হাসপাতাল চলছে খুঁড়িয়ে,  চিকিৎসাবঞ্চিত সাধারণ রোগীরা
স্কুল খুললেও প্রাক-প্রাথমিকের ক্লাস বন্ধ থাকছে
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রনে ভোক্তা অধিদপ্তরের তদারকিমূলক অভিযান
মান নিয়ন্ত্রণহীন ওষুধ উৎপাদনঃমডার্ন হারবালকে ৭৫ লাখ টাকা জরিমানা
আফসোস মানুষ স্বাস্থ্য বিধি মানেনি, তাই করোনা বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী
ভোক্তা অভিযোগ কেন্দ্র কলসেন্টারঃ আগস্ট প্রতিবেদন
এসএসসি পরীক্ষা ঈদের পর হবে