সনদ ছাড়াই পাউরুটি-কেক তৈরি-বিক্রি

ভোক্তাকন্ঠ ডেস্ক: পাউরুটি, কেক, বিস্কুটের মতো পণ্য গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়াই উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে সসলিস ও লাভা বেকারিকে জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) রাজধানীর গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বিএসটিআই’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) না নিয়ে খাদ্যপণ্য তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় গুলশান-২-এর জাহিদ প্লাজার সসলিসকে ৭০ হাজার টাকা ও মেট্রোপলিটন শপিং প্লাজার লাভা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এছাড়া অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন ফিল্ড অফিসার (সিএম) মো. ইবাদত মানিক।

 

 

Related posts:

শুল্ক সুবিধার পর তেল আমদানির তথ্য জানতে চায় ভোক্তা অধিদপ্তর
অনির্দিষ্টকালের জন্য বেনাপোল বন্দরে পণ্য পরিবহন বন্ধ ঘোষণা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সোমবার ২টা পর্যন্ত হরতাল পালন করবে বাম জোট
সোমবার শুরু হচ্ছে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি
ভোক্তাস্বার্থে কারখানা চালু রাখার পক্ষে উদ্যোক্তারা
বরিশালে তদারকিমূলক অভিযান, ছয় প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
২০ হাজার লিটার তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট বর্ধিত মূল্যে বিক্রি করায় পদ্মা জেনারেল হাসপাতালকে জরিমানা
করোনায় সচেতনতা বৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রনে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান
ভারত থেকে আসছে পেঁয়াজ, পাইকারিতে কমেছে ১২ টাকা