নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার ক্যাবের মানববন্ধন

‘মুনাফালোভী অসাধূ ব্যবসায়ীদের কারসাজিতে ডিমসহ অন্যান্য নিত্যপণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ’ শীর্ষক মানববন্ধন করবে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরার জমজম টাওয়ারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে উপস্থিত থাকবেন ক্যাবের সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ও ক্যাব ঢাকা জেলা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম শামস এ খান, ক্যাব উত্তরা শাখা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, হিউম্যান রাইট রিভিউ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার মীর রেজাউল করিম, উত্তরা শাখা কমিটির প্রধান উপদেষ্টা সানোয়ার হোসেন, উত্তরা প্রবীণ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ডা: আবদুস সামাদ, প্রভাতী কল্যাণ সংস্থার সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা শওকত আলী খাঁন, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা খলিলুর রহমান, বিশিষ্ট ব্যাংকার রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ সাকিনা জাহানারা, ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সভাপিত বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বিশিষ্ট সমাজসেবক আবদুল কাদের, সাবেক সরকারী কর্মকর্তা ও সমাজ সেবক শাহজাহন মুন্সী, ক্যাব উত্তরা শাখা কমিটির সভাপতি শাহিনা রহমান পপি।

-এসআর