আগোরা সুপারশপকে ৫০ হাজার টাকা জরিমানা

বাধ্যতামূলক মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না নিয়ে শুঁটকি বিক্রির অপরাধে আগোরা সুপারশপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোবরার (১৪ নভেম্বর) ঢাকা মহানগরীর গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

গুলশান এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আগোরা পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত চট্টলা ড্রাই ফিস সেন্টারের ফাইস্যা শুঁটকি, লইট্যা শুঁটকি এবং মাশুক এন্টারপ্রাইজের চিংড়ি পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন, পরিবেশন ও বিক্রয় করায় ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।

ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।