চাকরির নামে প্রতারণা, ৫০ লক্ষাধিক টাকা আত্মসাৎ

বগুড়া জেলা প্রতিনিধি:

চাকরি দেয়ার নাম করে প্রতারণার মাধ্যেমে ৫০ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগে জনতা ব্যাংক কর্মকর্তা রেজওয়ানুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির আল আহসান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত রেজওয়ানুল ইসলাম জনতা ব্যাংক কুড়িগ্রাম কর্পোরেট শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

কুড়িগ্রাম থেকে গ্রেফতারের পর ২৯ ডিসেম্বর রাতে তাকে বগুড়া সদর থানায় নিয়ে আসা হয়। তার নামে বগুড়া সদর থানায় প্রতারণা মামলায় ৪টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

সুমন মিয়া নামের একজন ভুক্তভোগী জানান, ২০১৮ সালে রেজওয়ানুল বগুড়ায় জনতা ব্যাংকে কর্মরত থাকা কালে তাকে বেসরকারি ব্যাংকে চাকরি দেয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়েছেন।

নামুজা কলেজের শিক্ষক আব্দুর রউফ বলেন, তার শ্যালক রাহু মিয়াকেও ব্যাংকে চাকরি দেয়ার নামে ৪ লাখ দিয়েছেন রেজওয়ানুলকে। পরে চাকরি দিতে না পারলে টাকা ফেরত দিতে তালবাহানা করেন।

এসআই জাকির আল আহসান বলেন রেজওয়ানুল ইসলাম ১৫-২০ জন বেকার যু্বকের কাছ থেকে চাকরি দেয়ার নামে ৫০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। এরপর তিনি বগুড়া থেকে বদলী হয়ে বিভিন্ন স্থানে চাকরি করতে থাকেন। তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে।