টিসিবির ট্রাক থেকে ক্রেতাদের টার্গেট তেল

ভোক্তাকন্ঠ ডেস্ক: নিম্নআয়ের মানুষের জন্য আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানীর বিভিন্ন জায়গায় টিসিবির ট্রাক থেকে প্রতিদিন বিক্রি হচ্ছে সয়াবিন তেল, পিয়াজ, মসুরের ডাল ও চিনি।

এসব পণ্য কিনতে প্রতিদিন সকাল থেকেই ভিড় করে নিম্নআয়ের মানুষ।

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার, যাত্রাবাড়ী কাজলা, গুলিস্তান, বাড্ডা, মিরপুর, সচিবালয়ের সামনে প্রতিদিনই টিসিবির পণ্য কিনতে ভিড় করতে দেখা যায় সাধারণ মানুষের। কিন্তু এসব টিসিবি ট্রাক থেকে ক্রেতাদের বেশিরভাগ চাহিদা সয়াবিন তেলের।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারদের হাতে যেসব পণ্য দেয় তা চাহিদার তুলনায় অনেক কম। চিনি ৫০০ কেজি, ডাল ৪০০ কেজি, সয়াবিন তেল ৬০০ কেজি ও পিয়াজ ৪০০ কেজি। কিন্তু এই পণ্যে ক্রেতাদের চাহিদা মেটাতে পারছেন না ডিলাররা।

তাছাড়া এসব ট্রাক থেকে প্রতিদিন একাধিক লোক দুই থেকে তিনবার পণ্য কিনতে দেখা যায়। যে কারণে ডিলাররা চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে।