নামে লকডাউন বেনামে ভোগান্তি

জাতীয়: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সাত দিনের লকডাউন তেমনটা মানছেন না সাধারণ মানুষ। রাজধানীতে ঢিলেঢালা ভাব দেখা গেছে লকডাউনের। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেল ছিল চোখে পড়ার মতো। এ যেন ‘নামে লকডাউন বেনামে ভোগান্তি’।

ছোট ছোট যানবহেনে চড়ে বাড়তি ভাড়ায় কর্মজীবীদের কর্মস্থলে যেতে হয়েছে। এর জন‌্য কিছুটা সুবিধা হয়েছে তাদের। তবে এর জন‌্য বাড়তি ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের। ভূক্তভোগিরা বলছেন, কাজগ-কলমে চলছে লকডাউন। এর জন‌্য সাধারণ মানুষের ভোগান্তি শেষ নেই।

মঙ্গলবার সকালে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, সংসদ ভবন মোড় এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে সোমবারের চেয়ে বেশি যানবাহন চলাচল করছে। কোনো কোনো সড়কে জ্যামও দেখা গেছে।

কল্যাণপুরে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাজীব হোসেন বলেন, ‘টেকনিক্যাল থেকে হেঁটে এসেছি। রিকশা-সিএনজিতে যে ভাড়া চাচ্ছে তাতে পোষাচ্ছে না। তবে অফিস যেতে তো হবে। তাই কিছুটা হেঁটে রিকশা নেব বলে ভাবছি।’

সিএনজি ড্রাইভার রিপন বলেন, ‘আমাদের পুলিশের ভয়ে থাকতে হয়। তাই সাবধানে বিভিন্ন গলি ধরে যাই। ভাড়া একটু বেশি চাই তাই।’