টিসিবির ডাল-তেলের দাম বাড়ায় জনমনে অসন্তোষ

আজ থেকে প্রতি লিটার তেলে ১০ টাকা এবং ডালে কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়ে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। তবে দাম বাড়ায় অসন্তোষ জানিয়েছেন দাম বাড়ায়। তারা বলছেন, সরকারের ভর্তুকি মূল্যে দেওয়া পণ্যের দাম হুট করে বাড়ানোয় বাড়তি চাপ তৈরি হয়েছে। করোনা-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় দাম আগের মতো রাখা উচিত ছিল।

বুধবার (৩ নভেম্বর) রাজধানীর তালতলা বাজারের সামনে টিসিবির ট্রাকে পণ্য কিনতে গিয়ে এমনটি জানিয়েছেন কয়েকজন ক্রেতা।

দেলোয়ার হোসেন নামের এক রিকশাচালক বলেন, দুই লিটার তেল আর দুই কেজি ডাল কিনতে আগের থেকে ৩০ টাকা বেশি লাগলো। এখন যে পরিস্থিতি তাতে ৩০ টাকা অনেক বেশি। আগে টিসিবির পণ্য কম দামে খেতাম, এখন তাও বেড়ে গেলো।

কয়েকদিন বিরতির পর আজ থেকে আবারও টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। তবে এ দফায় টিসিবির এক লিটার তেল কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকার পরিবর্তে ১১০ টাকা এবং এক কেজি মসুর ডালের জন্য ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকা। চিনির দাম আগের মতো ৫৫ টাকা এবং পেঁয়াজের দাম ৩০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

রামপুরায় টিসিবির পণ্য কিনতে আসা গৃহবধূ আসিয়া বেগম বলেন, বাজারে দাম বাড়ে, আবার সরকারের দেওয়া পণ্যের দামও বাড়ে। সেই বাড়তি টাকা জোগার করতে আমাদের মতো গরিবরা মরে।

যদিও সেখানকার ডিলার কুমিল্লা স্টোরের বিক্রয় প্রতিনিধি আলম হোসেন বলেন, দাম কিছুটা বাড়লেও তার প্রভাব খুব একটা পড়েনি। আগের মতোই ক্রেতারা হুমড়ি খেয়ে পণ্য কিনছেন।