নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৭ ফার্মেসির জরিমানা

কুমিল্লায় নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৭টি ফার্মেসিকে ৮৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সকাল সাড়ে ৯টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর বাজার, জাহাপুর ও বাখরাবাদ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার সুমাইয়া মমিন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার সুমাইয়া মমিন জানান, নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে উপজেলার সদর বাজারের দয়াময় ফার্মেসিকে ৩০ হাজার, বিসমিল্লাহ মেডিকেল কর্ণারকে ২০ হাজার, আলিফ ফার্মেসিকে ১০ হাজার, মজুমদার ফার্মেসিকে ১০ হাজার, জাহাপুর বাজারের জয়নাল আবেদীন ফার্মেসিকে ১০ হাজার, বাখরাবাদ বাজারের কর্ণফূলী ফার্মেসিকে ৫ হাজার ও মা-মনি মেডিসিন কর্নারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা ওষুধ প্রসাশন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান ও মুরাদনগর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিনসহ পুলিশের একটি বিশেষ দল অভিযানে অংশ নেয়।