পরিমাপে কারচুপির অপরাধে ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা-জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর উত্তরার আরএসআর বিজনেস লাইনার্সের (ফিলিং স্টেশন) বিরুদ্ধে মামলা করেছে।

উত্তরা এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা ও জরিমানা করে বিএসটিআই। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরএসআর বিজনেস লাইনার্সের বিরুদ্ধে এ মামলা করা হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া খিলক্ষেত এলাকায় অবস্থিত নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশন এবং উত্তরা আজমপুর এলাকায় অবস্থিত কসমো ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তেল পরিমাপে সঠিক পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে ধন্যবাদ দেয় বিএসটিআই।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) মো. শাহজাহান অংশগ্রহণ করেন।