লাইসেন্স ছাড়া খাবার বিক্রি, মুসলিম সুইটসকে জরিমানা

বিস্কুট, কেক ও ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স না থাকায় মুসলিম সুইটস অ্যান্ড বেকারিকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার বিএসটিআইয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় খিলগাঁও থানা এলাকায় বিএসটিআইয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট, কেক ও ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ও পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় মুসলিম সুইটস অ্যান্ড বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মাকসুদা রুনা দায়িত্বপালন করেন।