লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহারে লাখ টাকা জরিমানা

লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে পণ্যের গাঁয়ে মানচিহ্ন ব্যবহার করে পাউরুটি, বিস্কুট-কেক তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। জাগো নিউজের মাধ্যমে জানা যায়, মঙ্গলবার (৯ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে পল্লবীর মিল্কভিটা রোডে জান্নাত বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির পণ্যে বিএসটিআই হতে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে পণ্যের গাঁয়ে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে পাউরুটি, বিস্কুট-কেক তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮-এর ১৫/২৭ ধারা মোতাবেক এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান অংশগ্রহণ করেন।