সয়াবিন তেলের দাম ২০ টাকা বেশি রাখায় জরিমানা ৩০ হাজার

ভোক্তাকন্ঠ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে ২০ টাকা বেশি রাখায় সয়াবিন তেলের এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৬ এপ্রিল) জেলা শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

অভিযান শেষে মেহেদী হাসান সাংবাদিকদের জানান, বোতলজাত তেলের দাম বেশি রাখার অভিযোগের প্রেক্ষিতে বসুন্ধরা সয়াবিন তেলের ডিলার মেসার্স শেফা এন্টারপ্রাইজ/হান্নান ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী মো. রাসেলের গোডাউনে ঝটিকা অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা ক্রেতা সেজে ফোনে কথা বললে ডিলার ৫ লিটার সয়াবিন তেলের বোতলের মূল্য ৭৬০ টাকার বদলে ৭৮০ টাকা চান।

অভিযানে এক ক্রেতার কাছে ৫ লিটারের সয়াবিন তেলের বোতল ৭৬০ টাকার বদলে ৭৮০ টাকায় বিক্রি করার সময় ডিলারকে হাতেনাতে ধরা হয়। পরে এ ঘটনায় ডিলার রাসেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Related posts:

বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
নিম্নমানের খাবার এবং ভোক্তা প্রতারণার বড় কারিগর ক্যাফে দর্বার
ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট বর্ধিত মূল্যে বিক্রি করায় পদ্মা জেনারেল হাসপাতালকে জরিমানা
বায়ুদূষণে শীর্ষে গাজীপুর
১১০০ টাকার টিএসপি সার ১৬০০, জরিমানা ৫০ হাজার
শ্রীপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলছে
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহে সারাদেশে বিশেষ বাজার তদারকি
অনিবন্ধিত হ্যান্ড সেটে সিম ঢুকালে এসএমএস পাবেন গ্রাহকরা
মার্চের পর ক্লাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে : শিক্ষামন্ত্রী
 ঢাকার দুই সিটি করপোরেশনের নেই বায়ুদূষণ রোধে কার্যকর উদ্যোগ