ঈদকে ঘিরে হলুদ, ধনিয়া ও মরিচের গুঁড়ায় চালের কুঁড়া

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আসন্ন ঈদুল আজহাকে ঘিরে অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ, ধনিয়া ও মরিচের গুঁড়াসহ বিভিন্ন মসলায় নিষিদ্ধ রং ও চালের কুঁড়া মেশানোর দায়ে এক কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) সকালে এই জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক উসমান গণি এ অভিযান পরিচালনা করেন।

ঈদকে ঘিরে হলুদ, ধনিয়া ও মরিচের গুঁড়ায় চালের কুঁড়া

 জরিমানার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় উপজেলায় মনাকষা ইউনিয়নের নরেন বাজার গ্রামের মামুন বিশুর কারখানায় হাতেনাতে রংয়ের প্যাকেট জব্দ করা হয়।

এ ছাড়া মরিচের মশলায় ধানের কুঁড়া মেশানোর প্রমাণ পাওয়া যায়। এসব কারণে ওই কারখানার মালিককে জরিমানা করা হয়। 

জানা যায়, গত বছর ঈদের আগেও একই অপরাধে মামুন বিশুর মশলার কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মশলার কারখানাটি একই মালিকের কাঠের কারখানার পাশাপাশি হওয়ায় হলুদ ও মরিচের মশলায় কাঠের গুঁড়া মিশে যায় বলেও জানান স্থানীয়রা।