রাজশাহীতে বেশি দামে চিনি বিক্রি, ৩ ব্যবসায়ীর জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজশাহীতে বেশি দামে চিনি বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২২ অক্টোবর) নগরীর সাহেব বাজার এলাকায় এ অভিযান চালিয়ে এ আদেশ দেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

হাসান আল মারুফ জানান, অভিযানে মূল্য তালিকা না রাখায় মোস্তফা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, রাজু স্টোরকে দুই হাজার টাকা ও বেশি মূল্যে চিনি বিক্রি করায় মেসার্স মইদুল স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, সরকার নির্ধারিত চিনির মূল্য খোলা বাজারে ৯০ টাকা ও প্যাকেটজাত চিনির মূল্য ৯৫ টাকা নির্ধারণ করে দেওয়ার পরও অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে চিনি বিক্রি করছেন। বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।