এবার প্যাকেটেও প্রতারণা

মোঃ আহসান উল হক তুহিন: একশ গ্ৰামের ডিটারজেন্টের প্যাকের উপর ২০ গ্ৰাম ফ্রি লিখে বাড়তি ২০ গ্ৰাম না দিয়েই তা বাজারে ছাড়া হচ্ছে। এমন অপরাধে রংপুর নগরীর রামপুরায় অবস্থিত ‘ঢন্দন সোপ ফ্যাক্টরী’ কে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব)। সঙ্গে ছিলেন একই কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

তদারকি চলাকালে সেখানে তারা দেখতে পান যে, একশ গ্ৰামের ডিটারজেন্ট এর প্যাকের উপর ২০ গ্ৰাম ফ্রি লিখে বাড়তি ২০ গ্ৰাম না দিয়েই তা বাজারে ছাড়া হচ্ছে। এছাড়াও আরও নানাবিধ অনিয়ম ও ভোক্তা অধিকার লঙ্ঘন জনিত কারণে ভোক্তা-অধিকার আইনের ৪৬ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, নগরীর সাতগাড়া এলাকার টেক্সটাইল মোড়ে অবস্থিত ‘মমতাজ হোটেল’ এ পঁচা বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করার দায়ে ভোক্তা-অধিকার আইনের ৪২ ধারায় নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

তদারকি শেষে লিফলেট বিতরণ ও মাইকের সাহায্যে ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার বিষয়ে সচেতন করেন তারা।

তদারকি চলাকালে সহায়তা করে ক্যাব রংপুর ও মেট্রোপলিটন পুলিশ রংপুর।

জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপ-পরিচালক।