ওষুধ থাকতেও মিথ্যা বলায় ফার্মেসির মালিককে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সিরাজগঞ্জে নাপা সিরাপ ও ট্যাবলেট থাকা স্বত্বেও নেই বলায় এক ফার্মেসির মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের মুজিব সড়কের বড়গোলা পট্টিতে শাহিন মেডিকেল হলের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, নাপা সিরাপ বা সব ওষুধের দাম বেশি রাখার সংবাদের ভিত্তিতে শাহিন মেডিকেল হলে আমার সহকর্মীকে ক্রেতা সেজে নাপা সিরাপ বা ট্যাবলেট ওধুষ ক্রয় করতে পাঠালে এর কোনটিই নেই বলে দোকান থেকে জানানো হয়। আমি সেখানে গিয়ে নাপা ট্যাবলেট ও সিরাপ উভয় ওষুধ পাই। মিথ্যা বলার অপরাধে ফার্মেসির মালিককে তিন হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।