তেলের মূল্য বেশি নেয়ায় জরিমানা

মোঃ আহসান উল হক তুহিন: রংপুরের পীরগাছায় খোলা সয়াবিন তেল ১১০ টাকা লিটারে বিক্রয় করছিলেন বিক্রেতা। মুঠোফোনে ক্রেতার অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক উপস্থিত হয়ে অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার সকালে উপজেলার অন্যদানগর বাজারে এ ঘটনা ঘটে।

সেখানে তিনটি প্রতিষ্ঠানে তেলের মূল্য অধিক নেয়া, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন।

অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর ও পীরগাছা থানা পুলিশ।