চাঁদপুরে ৩ খাবার হোটেলকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চাঁদপুরের মতলরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় তিনটি খাবার হোটেলকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে অভিযান পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় খাজানা রেষ্টুরেন্টকে পাঁচ হাজার, প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে সাত হাজার এবং একই অপরাধের দায়ে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজারসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতায় ছিলেন মতলব উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. খোরশেদ আলম এবং মতলব থানা পুলিশের সদস্যরা। সাধারণ জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।