বগুড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে বগুড়া সদর উপজেলায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ মে) দুপুরে শহরের ফতেহ আলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখার আলম রিজভী।

তিনি জানান, শহরের ফতেহ আলী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে চুড়িপট্টিতে বিভিন্ন কসমেটিক্স, কোমল পানীয় ও চকলেটের দোকানে বৈধ আমদানিকারকের স্টিকার যুক্ত করে পণ্য বিক্রি ও নকল পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়। এছাড়া সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।