বিষ্ঠাযুক্ত ডিম-বার্গারের কিমা একসঙ্গে রাখায় জরিমানা

মোঃ আহসান উল হক তুহিন: রংপুরে বেকারিতে বার্গারের জন্য তৈরি কিমার সঙ্গেই মুরগির বিষ্ঠাসহ কয়েকটি ডিম পাওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

বৃহস্পতিবার দুপুরে নগরীর পায়রা চত্বর, গ্ৰান্ড হোটেল মোড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় উপ-পরিচালক (ডিএনসিআরপি) মো. জাহাঙ্গীর আলম। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে শুকনা খাদ্য তৈরির দায়ে য্যোতী নামক বেকারি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা এবং আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করেন তারা।

অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর ও মেট্রো পলিটন পুলিশ।