ভারতীয় মোড়কে দেশি চাল বাজারজাত করায় জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: প্লাস্টিকের বস্তায় ভারতীয় মোড়কে দেশি চাল বাজারজাত ও অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে দুটি চালের মিল এবং আড়তকে মোট এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযানে উপজেলার মেসার্স একতা ট্রেডার্সের চালের পাইকারি আড়তে ক্রয় বিক্রির ভাউচার না থাকা ও অতিরিক্ত দামে চাল বিক্রির প্রমাণ মেলে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সতর্ক করার পরও দেশি চালকে ভারতীয় মোড়কে বাজারজাত করা ও যথাযথ ভাবে মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স দেশ বাংলা অটোমিলকে ৬০ হাজার টাকা ও একই অপরাধে মেসার্স সততা অটোমিলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ওই তিন প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে মোট এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। যাতে আড়তদার ও মিলাররা চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে এ জন্য এ বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযান চলমান থাকবে।