রংপুর ডেইরীকে জরিমানা

মোঃ আহসান উল হক তুহিন: রংপুরের মিঠাপুকুরে রংপুর ডেইরী লিমিটেডের মূল কারখানায় ক্যাব রংপুরের অভিযোগে তদারকি চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার বোলদিপুকুর এলাকার সলাইপুরে অবস্থিত কারখানায় অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।

অভিযানে বিভিন্ন প্রস্তুতকৃত পণ্যের মাঝে অভিযোগকৃত বিএসটিআই সনদবিহীন লিচি ও ম্যাঙ্গো ড্রিন্ক পাওয়া যায়। যাতে লেখা ছিল, ‘বিএসটিআই আওতামুক্ত।’

এ সময় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায় স্বীকার করায় জরিমানা করে তা আদায় করা হয়। এবং বিএসটিআই সনদ নিয়ে এ ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। পাশাপাশি ভবিষ্যতে শিশুদের জন্য উৎপাদিত পণ্যের বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে বলেন সহকারী পরিচালক আফসানা পারভীন।

সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ ধরনের জুস শিশুদের না খাওয়ানোর পরামর্শ দেন।

অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর ও মিঠাপুকুর থানা পুলিশ।