ডেঙ্গু আক্রান্ত আরও ৯১ জন হাসপাতালে ভর্তি

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ৩৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ২৪ ঘণ্টায় কোন রোগী মারা যায়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি নতুন ৯১ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ২৪ জন।

দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৩৪৮ জন। তাদের মধ্যে ঢাকায় ২৬৪ জন আর ঢাকার বাইরে চিকিৎসাধীন রয়েছেন ৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ০১ জানুয়ারি থেকে ০৪ অগাস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট দুই হাজার ৯৮০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৬১৯ জন। মারা গেছেন মোট ১৩ জন।

২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, জুলাইয়ের চেয়ে অগাস্ট ও সেপ্টেম্বরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। এ ধরনের আবহাওয়া এডিস মশার প্রজননের জন্য সহায়ক। ফলে ২০১৯ সালের ন্যায় ডেঙ্গুর প্রকোপ ছড়াতে পারে।

কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার বলেন, কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী- মুগদা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি। মূলত এই রোগ একটি নির্দিষ্ট জায়গা থেকে এসেছে এবং সেখানেই ডেঙ্গুর হটস্পট রয়েছে। সে জায়গাগুলো চিহ্নিত করে যদি মশকনিধন অভিযান চালানো হয় তবে কিছুটা কমে আসার সম্ভবনা রয়েছে।