‘শিশুদের পরীক্ষামূলক টিকা ১১ অগাস্ট থেকে’

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১১ অগাস্ট থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের তথা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার বেলা ১২টার দিকে রাজধানীর নিপসম অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ- ২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষ ভাবে তৈরি ১৫ লাখ টিকা এসেছে। সবমিলিয়ে শিশুদের টিকাদানে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছি।’

তিনি বলেন, ‘পরীক্ষামূলক টিকা কার্যক্রম শেষে এরপর ২৬ অগাস্ট পুরোদমে এসব শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে।’