মিষ্টি কিনতে গুনতে হচ্ছে প্যাকেটের মূল্য

নিজস্ব প্রতিবেদক: মিষ্টি কিনতে গুনতে হচ্ছে প্যাকেটের মূল্য। এই অভিযোগের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে হারাগাছ মেট্রোপলিটন থানার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বাজার তদারকি করেন সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দীন ও সহকারী পরিচালক জনাব মোঃ আরিফ মিয়া।

অভিযান চলাকালীন মিষ্টির প্যাকেটের বাড়তি মূল্য গ্রহন, মুল্য তালিকা প্রদর্শন না করা ও প্যাকেটজাত দধির ক্ষেত্রে উৎপাদন, মেয়াদ, উপাদান, খুচরা মূল্য ও ঠিকানা না থাকায় দুটি মিষ্টির প্রতিষ্ঠানে এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও কসমেটিক্স বিক্রির দায়ে একটি ঔষধ এবং একটি কসমেটিক্স এর দোকানে মোট ৬০০০ টাকা জরিমানা করেন তারা।

এ সময় সহযোগিতা করে ক্যাব রংপুর ও মেট্রোপলিটন হারাগাছ থানা।