চিনির সন্ধানে ভোক্তা অধিদপ্তর

মোঃ আহসান উল হক তুহিন: রংপুর নগরীর বিভিন্ন এলাকায় মজুতকৃত চিনির সন্ধানে যৌথ ভাবে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কার্যালয়।

বুধবার সকালে নগরীর বেতপট্টি, সেনপাড়া ও মিনিমার্কেট এলাকায় অবস্থিত তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে চিনি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা-অধিকার আইনের ৪৫ ধারায় মোট ১৯ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করেন অভিযানে অংশ নেয়া তিন জন সহকারী পরিচালক।

এর মধ্যে মেসার্স সোহরাব আলী এন্টারপ্রাইজকে আট হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক আফসানা পারভীন, হালিম এন্ড সন্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক মো. আরিফ মিয়া এবং মেসার্স সাকলাইন ট্রেডার্সকে ছয় হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

তদারকি অভিযানে ওই সমস্ত প্রতিষ্ঠানে চিনি ক্রয়-বিক্রয়ের প্রাতিষ্ঠানিক রসিদ এমনকি মূল্য তালিকাও পাওয়া যায়নি।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের উদ্দেশে বলেন, চিনির মতো নিত্যপণ্যের বিষয়ে অহেতুক মজুত ও সরকারের নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্ৰহণে ভোক্তা অধিদপ্তর বদ্ধপরিকর।

অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর, নবাবগঞ্জ বাজার সমিতি ও মেট্রোপলিটন পুলিশ ফোর্স।