রংপুরে বিপুল পরিমাণে সার জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ আহসান উল হক তুহিন: রংপুর মহানগরীর রবার্টসনগজ্ঞ এলাকাস্থ মেসার্স আর এন্ড আর ট্রেডার্স এ অভিযান পরিচালনা করে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

রোববার বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে জরিমান আরোপ করে আদায় করেন নির্বাহী মাজিস্ট্রেট ফারহান লাবিব জিসান।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নুর নাহার বেগম।

কৃষি বিপণন আইন ২০১৮ এর ধারা ১৯ (১) এর ঠ অনুসারে অবৈধ ভাবে সার মজুদ, ভেজাল মিশ্রিত সার তৈরির দায়ে মেসার্স আর এন্ড আর ট্রেডার্সের সত্ত্বাধীকারি মো. জসিম উদ্দিনকে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

এছাড়াও, এমওপি ৯৪৪ বস্তা, টিএসপি ৮৭৬ বস্তা, ডিএপি ৩৫১ বস্তা ও ইউরিয়া ৭৫ বস্তাসহ মোট দুই ২৪৬ বস্তা সার জব্দ করা হয়। পরবর্তীতে গোডাউন সিলগালা করা হয়। আগামী ১০ দিনের মধ্যে জব্দকৃত সার কৃষকদের মধ্যে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে অন্য ডিলারদের মাধ্যমে বিতরণ করা হবে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।