লক্ষাধিক টাকা জরিমানা গুনলো প্যারাডাইস সুইটস

ভোক্তাকণ্ঠ ডেস্ক: অপরিস্কার, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টিজাত পণ্য তৈরির দায়ে চট্টগ্রামে প্যারাডাইস সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানান অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।  

তিনি জানান, অভিযানকালে রিয়াজউদ্দিন বাজারের কলি ইলেকট্রিক হাউসকে সুপার স্টার কোম্পানির নকল বাল্ব বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার সড়কের মানহাম ফার্মেসি এবং জয়া মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য সংরক্ষণের দায়ে যথাক্রমে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।