হিলিতে পেঁয়াজের কেজি ২২ টাকা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ২২ টাকায় বিক্রি হচ্ছে। যা এর আগে ছিল প্রতি কেজি ২৩ থেকে ২৬ টাকা। নাসিক জাতের পেঁয়াজ ২৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে বিক্রি হচ্ছিল ২৮ টাকায়।

রোববার সকালে হিলি স্থলবন্দরে এমন চিত্র দেখা যায়।

পেঁয়াজ কিনতে আসা মাহাবুল ইসলাম বলেন, ‘আমরা হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন স্থানের মোকামে পাঠিয়ে থাকি। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে পেঁয়াজের দাম কম রয়েছে। বর্তমানে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ ২২ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ২৫ থেকে ২৮ টাকায় বিক্রি ছিল।’

পেঁয়াজ ব্যবসায়ী আইয়ুব হোসেন বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ ঠিক রাখতে বন্দর দিয়ে আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় এবং সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে রয়েছে। এছাড়া মৌসুম শেষের দিকে হওয়ার ইন্দোর জাতের পেঁয়াজের মান কিছুটা খারাপ হওয়ায় এর দাম কম রয়েছে। তবে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় নতুন পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে। এতে বাজারে দেশীয় পেঁয়াজের সররবাহ বাড়ায় দাম কমছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণ গত সপ্তাহের শেষ দিনের তুলনায় কিছুটা বেড়েছে। গত বৃহস্পতিবার বন্দর দিয়ে আটটি ট্রাকে ২৩৮ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সেখানে চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার বন্দর দিয়ে ১৪টি ট্রাকে ৩৮০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে।’