১৪ প্রতিষ্ঠানকে ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা

মোঃ আহসান উল হক তুহিন: রংপুর বিভাগে বাজার তদারকিকালে বিভিন্ন অপরাধে ১৪টি প্রতিষ্ঠানকে ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

এদিন অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়াধীন ছয়টি জেলায় উপপরিচালকসহ ছয় জন কর্মকর্তার নেতৃত্বে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলার মোট ১০টি বাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১৪টি প্রতিষ্ঠানকে ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

এছাড়াও, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত এ সকল বাজার অভিযানে সহযোগিতা প্রদান করেন।