৪৩০০ লিটার সয়াবিন তেল জব্দের ঘটনায় আটক ২

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ভোলায় চার হাজার ৩০০ লিটার সয়াবিন তেলসহ দু’জনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- কাভার্ডভ্যানের চালক মো. হাদিস শরিফ (২৭) ও সহকারী মো. আলামিন। তাদের বাড়ি ভোলার লালমোহন উপজেলার লেছসকিনা গ্রামে।

খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের দক্ষিণ জোনের সদস্যরা ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান থেকে ২৪ ব্যারেল (৪৩০০ লিটার) সয়াবিন তেল জব্দ করা হয়। ঘটনায় জড়িত দু’জনকে আটক করা হয়। পরে জব্দ তেল ও আটকদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

তিনি বলেন, ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে নৌপথে পরিবহনের সময় একটি চক্র জাহাজের অসাধু কর্মীদের সঙ্গে যোগসাজসে চোরাই প্রক্রিয়ায় কমমূল্যে এসব তেল কিনে বেশি দামে বিক্রির জন্য পাচার করে আসছে।