ভোলায় ছয় ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ভোলায় মূল্য তালিকা না থাকার পাশাপাশি অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ছয় ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ্।

জানা যায়, দুপুরে শহরের খালপাড় সড়ক, সবজি বাজার, মাংস বাজার, চকবাজার ও গুড়পট্টিসহ বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় পণ্যের মূল্য তালিকা না থাকার পাশাপাশি অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে চার জন মাংস বিক্রেতা, একজন মুদি ব্যবসায়ী ও একজন ফল ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া, বাজারের প্রতিটি ব্যবসায়ীকে মূল্য তালিকা রাখার পাশাপাশি সরকারি আইন মেনে চলার নির্দেশ দেন তারা। পুরো রমজান মাস জুড়ে এ অভিযান চলমান থাকবে।