কয়লা নিয়ে পায়রায় এলো ষষ্ঠ জাহাজ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা সমুদ্র বন্দরে নোঙ্গর করেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ আমেরিকা গ্রেসা। ইন্দোনেশিয়ার বালিক পানান থেকে ২৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি রোববার সকালে পায়রা বন্দরের জেটিতে ভেড়ে।

বন্ধের পর এটি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি নিয়ে আসা ষষ্ঠ জাহাজ। জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ দশমিক ৯৮ মিটার, প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার এবং গভীরতা সাড়ে নয় মিটার।

পায়রা বন্দরের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক বিভাগের উপপরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, রোববার সকালে এ জাহাজটিকে বন্দরের জেটিতে নিয়ে আসা হয়েছে।

এর আগে প্রায় এক লাখ ৭৫ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ, এ্যাথেনা, জাডোর, ওয়াই এম সুমিট ও সাগর কন্টা নামে আরও পাঁচটি জাহাজ বন্দরে আসে।