গুদাম থেকে টিসিবির বিপুল পণ্য জব্দ, ডিলারসহ আটক ৩

ভোক্তাকন্ঠ ডেস্ক: চট্টগ্রামে টিসিবির পণ্য মজুদ করার অভিযোগে মো. রাশেদ নামে টিসিবির এক ডিলারসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব। এ সময় মজুদ করে রাখা ২ হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি এবং ৫০০ কেজি ডাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত সিমেন্ট ক্রসিং এলাকায় মো. রাশেদের গুদামে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে গুদামে অভিযান চালিয়ে এসব ডাল, চিনি, তেল পেয়েছি। কেন গুদামে রাখা হয়েছিল তার খোঁজখবর নেওয়া হচ্ছে। ডিলার রাশেদসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

তিনি আরও বলেন, একই ‍গুদাম থেকে বিপুল পরিমাণ চালও জব্দ করা হয়েছে। সেগুলো টিসিবি থেকে বরাদ্দ করা চাল কি না খতিয়ে দেখা হচ্ছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি রাশেদ এসব পণ্য নিয়ে আরেকজনের কাছে বিক্রি করতেন। এছাড়া টিসিবির দুই লিটারের সয়াবিন তেলের বোতল খুলে খোলাবাজারে বিক্রি করা হতো।