মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের দায়ে হাসপাতালকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফেনীতে পরীক্ষাগারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের দায়ে ফেনী শহরের বেসরকারি আল-বারাকা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কাউসার মিয়া।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি রোগ নির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করছিল। সে জন্য জরিমানা করা হয়েছে ও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ফেনী শহর পুলিশ ফাঁড়ির একটি দল অংশ নেয়।