মিরপুরের যেসব সড়ক বন্ধ থাকবে আজ

ভোক্তাকন্ঠ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমানের কনসার্ট। কনসার্টে গান গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। এ কারণে মিরপুর ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

কনসার্টে উপস্থিত হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য এবং ভিআইপিরা স্টেডিয়ামে যাবেন। এজন্য মঙ্গলবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি।

সোমবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এই নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং পর্যন্ত, টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং পর্যন্ত এবং শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের ফিডার সড়কগুলোতে যানচলাচল বন্ধ রেখে ডাইভারশন দেওয়া হবে।

এই সড়কের গাড়িগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপি থেকে।

Related posts:

বেড়েই চলেছে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, থেমে নেই ভোক্তা অধিদপ্তরের অভিযান
রফতানিমুখী শিল্প শ্রমিকদের সাহায্যার্থে ইইউ ও জার্মানী
মসলার দোকানে ফুড গ্রেড বলে ইন্ডাস্ট্রিতে ব্যবহারের রং বিক্রি, জরিমানা ২ লাখ
'আমরা সাশ্রয়ীমূল্যে গ্রাহকদের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করতে চাই'
চালের দামের ঊর্ধ্বগতি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ
বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা
২০২১ সালে রেল-নৌ-সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৫৬৮৯ প্রাণ
প্রতারক কাদের মাঝি সংশ্লিষ্টতা, প্রিন্স মুসাকে ডিবি কার্যালয়ে তলব
অভিযান-১০ লঞ্চের তিন মালিককে নৌ আদালতে হাজিরের নির্দেশ
ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলায় ১০৪৮টি আশ্রয়কেন্দ্র ও ১১৬টি মেডিকেল টিম প্রস্তুত