ফকিরহাটে আইসক্রিম তৈরীর কারখানাকে জরিমানা করে সিলগালা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বাগেরহাটের ফকিরহাটে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শ্যামবাগাত এলাকায় যৌথ ভাবে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ও র‌্যাব-৬।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ও র‌্যাব-৬ এর সদর কোম্পানির স্কট কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই উৎপাদন ও বাজারজাত করায় নিউ ভিভো আইসক্রিম নামক একটি কারখানাকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অনুমোদনহীন আইসক্রিম ও আইসক্রিম তৈরীর মালামাল ঘটনাস্থলে ধ্বংস করে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।

সে সময় র‌্যাব-৬ এর একটি আভিধানিক দল উপস্থিত ছিলেন।