মিথ্যে বলে গাভির মাংস বিক্রি করায় জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: যশোরের অভয়নগরে ষাঁড়ের মাংস বলে গাভির মাংস বিক্রি করছিলো বিসমিল্লাহ হোটেল। এ অপরাধে হোটেলের ম্যানেজার তৈয়ব আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারের ওই হোটেলকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।

তিনি বলেন, নওয়াপাড়া বাজারের বিসমিল্লাহ হোটেল কর্তৃপক্ষ ষাঁড়ের মাংসের দামে গাভির মাংস বিক্রি করছিল। এ অপরাধে হোটেলের ম্যানেজার তৈয়ব আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে খুলনা বিএসটিআই’র প্রতিনিধি, নওয়াপাড়া পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, অভয়নগর থানার পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।