মেহেরপুরে ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মেহেরপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে সদর উপজেলার থানা রোড ও মুখার্জিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযানকালে মুখার্জি পাড়ার মেসার্স শফি ওয়েল মিল নামক প্রতিষ্ঠানে তদারকিতে লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর প্রক্রিয়ার তেল উৎপাদন, বোতলজাত করাসহ মোড়কীকরণ বিধি অমান্য করায় প্রতিষ্ঠানটির মালিক ওমর আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে থানা রোডে মেসার্স মেডিসিন পয়েন্ট নামক একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। এ কারণে প্রতিষ্ঠানটির মালিক হাফিজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, অভিযান পরিচালনাকালে আইন অমান্যকারী ব্যবসায়ীদের জরিমানা করা হয়। পাশাপাশি সেখানে উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে সতর্ক করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় তাকে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।