মেহেরপুরে গরু-খাসির মাংসের দর পুনর্নির্ধারণ

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মেহেরপুর জেলায় খুচরা পর্যায়ে প্রতি কেজি গরুর মাংস ৬৮০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১ হাজার টাকা কেজি পুনর্নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ব্যবসায়ী সমিতি, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাংস বিক্রেতাসহ বাজার সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামতের ভিত্তিতে এ দর পুনর্নির্ধারণ করেন জেলা প্রশাসক শামীম হাসান।

নির্ধারিত এ দরের বেশি দরে কেউ মাংস বিক্রি করলে তার বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করার হুশিয়ারী দেন জেলা প্রশাসক।

একইসাথে নির্ধারিত দরে মাংস কেনাবেচনার বিষয়ে ভোক্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।